শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

​কোটি টাকার ওপরে ঋণখেলাপিদের তালিকা চেয়েছে হাইকোর্ট

আপডেট : ১৬ মে ২০১৯, ১৮:২৯

কোটি টাকার ওপরে ব্যাংকের ঋণখেলাপিদের তালিকা, আত্মসাৎকৃত অর্থ কি অবস্থায় রায়েছে এবং এ অর্থ উদ্ধারে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সংশ্লিষ্টদের কাছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে. এম. কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। ডেপুটি এটর্নি জেনারেল ব্যারিস্টার এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার এ কথা জানান।

এর আগে ব্যাংকিং খাতে অর্থ আত্মসাৎ, ঋণ অনুমোদনে অনিয়ম, বিভিন্ন প্রাইভেট ও পাবলিক ব্যাংকে ঋণের ওপর সুদ মওকুফ-সংক্রান্ত বিষয় তদন্ত এবং তা বন্ধে সুপারিশ প্রণয়নের জন্য কমিশন গঠন করার অনুরোধ জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইআরপিবি) পক্ষে এ নোটিশ পাঠানো হয়। 

আরও পড়ুন:  রাজধানীতে একদিনে ৬৭০০ মামলায় জরিমানা প্রায় ৩১ লাখ টাকা

নোটিশের কোনো জবাব না পেয়ে হাইকোর্টে রিট করা হয়। ওই রিটের শুনানি নিয়ে আদালত ইতোপূর্বে রুল জারিসহ আদেশ দেন।

ইত্তেফাক/জেডএইচডি