শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নুসরাত হত্যা মামলার চার্জশিট কাল

আপডেট : ২৮ মে ২০১৯, ১৬:০৮

বহুল আলোচিত ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার চার্জশিট আগামীকাল বুধবার আদালতে দাখিল করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার। তিনি জানিয়েছেন চার্জশিটে অধ্যক্ষ সিরাজ উদদৌলা ও ফেনী আওয়ামী লীগের দুই নেতাসহ মোট ১৬ জনকে আসামি করা হচ্ছে।

 

 

পিবিআই প্রধান আরো জানান, নুসরাত হত্যার ঘটনায় সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে করা আইসিটি মামলার পুলিশ প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে।

 

এরআগে তিনি বলেছিলেন, নুসরাত হত্যা মামলার তদন্তে যাকেই জড়িত পাওয়া গেছে তাকেই গ্রেফতার করা হয়েছে। চার্জশিট তৈরির কাজ চলছে। আইনের চোখে সবাই সমান। কেউ এখানে সুবিধা পাবে না। আইন অনুযায়ী যার বিরুদ্ধেই জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে, চার্জশিটে তার নাম রেখেই তা আদালতে জমা দেওয়া হবে।

 

ইত্তেফাক/এএম