বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মানিকগঞ্জে হত্যা মামালায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৯:০৫

মানিকগঞ্জে আল্লাদী হত্যা মামালায় একজনের যাবজ্জীবন ও সিংগাইরে মাদক মামলায় অপর একজনের ১০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিজারক শহীদুল আলম ঝিনুক এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি জহিরুল (২৫) ২০১৭ সালের ১১ আগস্ট রাতে সদর উপজেলার কুমুল্লি গ্রামের ভজম আলীর বসতঘরে পশ্চিমে সিঁদ কেটে ঘরে ঢোকে তার স্ত্রীকে আল্লাদীকে শ্বাসরোধে হত্যা করে। তারপর তার গলার স্বর্ণেও চেইন ও কানের দুল নিয়ে পালিয়ে যায়। পরদিন আল্লাদী বেগমের মেয়ে ফুলমালা বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরে পুলিশ তদন্ত করে জহিরুলকে গ্রেফতার করে। এরপর সদর থানা পুলিশের এসআই আশারাফুল একই বছরের ১৪ অক্টোবর একই উপজেলার লেমুবাড়ী গ্রামের জহিরুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় ১৯ জন সাক্ষ্য দেয়।

অপরদিকে, সিংগাইরের এক মাদক ব্যবসায়ী রিয়াজুল মিয়াকে (২৬) ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা ও অপর ২ আসামি হোসেন খান ও নয়নকে খালাসের আদেশ দেন।

সিংগাইর থানা পুলিশ ২০১৭ সালের ২ ডিসেম্বর উপজেলার গোলড়া গ্রাম থেকে এক হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছিল।

ইত্তেফাক/জেডএইচ