শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তানোরে বাল্য বিবাহের দায়ে বরের কারাদণ্ড

আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ২৩:৫৬

তানোর উপজেলার মুন্ডুমালা সাদিপুর গ্রামে বাল্যবিবাহের দায়ে বরকে ১৫দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তানোর উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মো: গোলাম রাব্বী এই দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত বর হীরো (২৩) তানোর পৌর এলাকার গোল্লাপাড়া গ্রামের মৃত বাবলুর ছেলে।

পুলিশ জানায়, উপজেলার মুন্ডুমালা সাদিপুর গ্রামের এক কিশোরীর বাল্যবিয়ের অনুষ্ঠানের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বরকে আটক করে থানায় নিয়ে আসে। পরে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মো: গেলাম রাব্বী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ের অভিযোগে বরকে ১৫দিনের কারাদণ্ড দেন।

মুন্ডুমালা পুলিশফাঁড়ির এসআই জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাল্যবিবাহের দায়ে বরকে ১৫দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ইত্তেফাক/আরকেজি