শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আড়ংয়ে অভিযান

‘এভাবে বদলি করা হলে সৎ কর্মকর্তারা কাজ করতে নিরুৎসাহিত হয়’

আপডেট : ১৮ জুন ২০১৯, ১৭:১৪

হাইকোর্ট বলেছে, আড়ংয়ে অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকার সংরক্ষণের কর্মকর্তাকে বন্ধের দিনে যেভাবে বদলি করা হয়েছে সেটা লজ্জার। যারা বদলি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি। এ ধরনের বদলির ফলে যারা সৎ অফিসার  তারা কাজ করতে নিরুৎসাহিত হয়।

আজ মঙ্গলবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালত বলেন, বন্ধের মধ্যে বদলির এই আদেশ স্থগিতে প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়েছে। যদি সবকিছুতেই প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয় তাহলে সচিবরা কেন আছেন? তারা কি ওদের পকেটে ঢুকে গেছে?

আরো পড়ুন: মানহানির ২ মামলায় খালেদার ৬ মাসের জামিন

পবিত্র রমজান মাসের শেষ দিকে আড়ংয়ের উত্তরা শাখায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণের কর্মকর্তা মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। পরে তাকে তাৎক্ষনিক বদলির অভিযোগ উঠে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঢেউ উঠে। এ নিয়ে সম্প্রতি সংসদে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইত্তেফাক/এমআর