শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সাবেক ওসি মোয়াজ্জেমকে কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশ

আপডেট : ২৪ জুন ২০১৯, ১৯:১৫

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার আসামি সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে কারাগারে ডিভিশন পাওয়ার আবেদনের বিষয়ে জেল কোড অনুসরনের জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তার আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আজ সোমবার এই আদেশ দেন। 

গত ১৬ জুন সাময়িক বরখাস্তকৃত ওসি মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে ট্রাইব্যুনালে হাজির করলে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। 

আজ ট্রাইব্যুনালে এ আসামির পক্ষে কারাগারে প্রথম শ্রেণির ডিভিশন প্রদানের জন্য আবেদন করেন আইনজীবী ফারুক আহমেদ। তিনি বলেন, আসামি মোয়াজ্জেম ওসি হিসেবে নবম গ্রেডের অফিসার। তিনি এখনো চাকরিরত। ২০১২ সালের ৩০ জুলাইয়ের গেজেট অনুযায়ী তিনি প্রথম শ্রেণির কর্মকর্তা ও নাগরিক। তাই তিনি কারাগারে প্রথম শ্রেণির বন্দির মর্যাদার সব সুযোগ-সুবিধা পেতে পারেন। 

আরও পড়ুন: মুশফিকের ব্যাটে সওয়ার বাংলাদেশ

এর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের কৌসুঁলি অ্যাডভোকেট নজরুল ইসলাম শামীম বলেন, ওসি মোয়াজ্জেম চাকরি থেকে সাময়িক বরখাস্তকৃত। তিনি ডিভিশন পেতে পারেন না। শুনানি শেষে আদালত কারাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। 

ইত্তেফাক/কেকে