শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মাদক মামলায় মিয়ানমার নাগরিকের ৮ বছর সশ্রম কারাদণ্ড

আপডেট : ২৪ জুন ২০১৯, ২২:৫২

কক্সবাজারে মাদক মামলায় এক মিয়ানমার নাগরিককে ৮ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। কক্সবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ-২ মাহমুদুল হাসান সোমবার এ রায় ঘোষণা করেন। দন্ডিত আসামিকে ৫ হাজার টাকার অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

দন্ডিত মিয়ানমার নাগরিক নুরুল ইসলাম সেদেশের মংডু এলাকার মৃত ইব্রাহিমের ছেলে।

২০১৭ সালের ২১ মার্চ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তাকে ৯ হাজার ৯৯৩ পিস ইয়াবা টেবলেটসহ টেকনাফ থেকে গ্রেফতার করে। পরে তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর ৯ (খ) ধারায় টেকনাফ থানায় মামলা রুজু করা হয় (মামলা নম্বর ৬৬/২০১৭)। 

একই বছর মামলাটি বিচারের জন্য সেশনস ট্রাইব্যুনালে তোলা হয় (এসটি মামলা নং-১৪৭৫/২০১৭)। এরপর দীর্ঘ শুনানি শেষে সোমবার জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করা হয়। 

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন, সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট একে ফজলুল হক চৌধুরী। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন বলে জানা আইনজীবী।

ইত্তেফাক/আরকেজি