শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানার প্রতিবেদন ২৯ জুলাই

আপডেট : ৩০ জুন ২০১৯, ১৬:০৮

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও জাতিগত বিভেদ সৃষ্টির অভিযোগের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৯ জুলাই।

আজ রবিবার মামলাটি খালেদা জিয়াকে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন গুলশান থানা পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান আগামী ২৯ জুলাই গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের তারিখ ঠিক করেন।

খালেদা জিয়া ২০১৪ সালের ১৪ অক্টোবর বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে (আইইবি) শুভ বিজয়া অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় বিতর্কিত মন্তব্য করেন।

আরও পড়ুন: গ্যাসের দাম বাড়ানো নিয়ে সিদ্ধান্ত বিকালে

মামলাটিতে গত বছর ৩০ জুন খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার ওসি (তদন্ত) জাফর আলী বিশ্বাস।

ইত্তেফাক/কেকে