শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অপ্রয়োজনীয় সিজার বন্ধে নীতিমালা তৈরির নির্দেশ

আপডেট : ৩০ জুন ২০১৯, ১৭:০০

সন্তান প্রসবের ক্ষেত্রে সিজার বন্ধে একটি নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে রবিবার আদেশ দিয়েছেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ আশরাফুল কাামলের সমন্বয়ে গঠিত বেঞ্চ।

হাইকোর্ট বলেছেন, অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে আগামী ৬ মাসের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরকে একটি কমিটি করে ওই কমিটির মাধ্যমে একটি নীতিমালা তৈরি করতে হবে।

এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাশনা ইমাম।

আরো পড়ুন: শতভাগ ভোট পড়া কোনও স্বাভাবিক ঘটনা নয়: সিইসি

উল্লেখ্য, সন্তান প্রসবের সময় প্রয়োজন ছাড়া প্রসূতির সিজার কার্যক্রম বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ২৫ জুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি এ রিট দায়ের করেন। 

ইত্তেফাক/এমআই