মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সাত দিনের মধ্যে শিমুল বিশ্বাসের পাসপোর্ট সরবরাহ নিস্পত্তির নির্দেশ সুপ্রীমকোর্টের

আপডেট : ২১ জুলাই ২০১৯, ২০:৪৩

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের নতুন পাসপোর্ট আগামী সাত কার্যদিবসের মধ্যে সরবরাহ নিস্পত্তি করার নির্দেশ দিয়েছেন সুপ্রীমকোর্ট। 

আজ রবিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই নির্দেশ দেন। একইসঙ্গে শিমুল বিশ্বাসকে কেন পাসপোর্ট প্রদান করা হবে না- তা জানাতে পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক ও আঞ্চলিক পাসপোর্ট অফিস, পাবনার সহকারী পরিচালকসহ চার জনের প্রতি রুলনিশি জারি করা হয়েছে। শিমুল বিশ্বাসের পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও এম মাসুদ রানা।

আরও পড়ুন: ৭০ জন ডিএজি নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়

প্রসঙ্গত, শিমুল বিশ্বাসের পাসপোর্ট হারিয়ে যাওয়ার পর নতুন পাসপোর্টের জন্য পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করেন। গত ২৪ জুন এই পাসপোর্ট প্রদানের কথা ছিল। কিন্তু পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিস তার নতুন পাসপোর্ট সরবরাহ করতে অপারগতা জ্ঞাপন করে। ফলে শিমুল বিশ্বাস পাসপোর্টের জন্য আদালতের আশ্রয় নেন।
 
ইত্তেফাক/কেকে