বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চামড়ার মূল্য বিষয়ে হাইকোর্টে রিট

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ১৪:৪৩

ঈদুল আজহায় পশুর চামড়ার দর কমে যাওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একই সঙ্গে চামড়ার দর কমার জন্য বিবাদীদের নিস্ত্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তার কারণ জানাতে রুল জারিরও আর্জি রয়েছে রিটে।

 

রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিট আবেদনটি করেন সুপ্রিমকোর্টের আইনজীবী মহিউদ্দিন হানিফ (ফরহাদ)।

 

 

 

এদিকে পূর্ব ঘোষণা অনু্যায়ী শনিবার সকাল থেকে লবণযুক্ত কাঁচা চামড়া কেনা শুরু করেন ট্যানারি মালিকরা। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত উল্লাহ জানান, সরকার নির্ধারিত মূল্যে আগামী দুই মাস চামড়া সংগ্রহ করা হবে।

আরো পড়ুন : ‘বেলুচিস্তানে গুম, খুন ও নির্যাতন চালাচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী’

অন্যদিকে, কাঁচা চামড়া আড়তদারদের সংগঠন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের (বিএইচএসএমএ) সভাপতি দেলোয়ার হোসেন বলেন, 'ট্যানারিগুলো বকেয়া টাকা না দেওয়ায় অর্থের অভাবে আমরা চামড়া কিনতে পারিনি। অন্যান্য বছর ঈদের আগেরদিন আড়তদারদের সঙ্গে আলোচনা করলেও এবার তারা কোনো কথা বলেনি। তারা যদি আমাদের আশ্বস্ত করত ন্যায্য দামে চামড়া কিনতে তাহলে এ পরিস্থিতি সৃষ্টি হতো না। এ কারণে দর কমেছে। ’