বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাবাকে হত্যার দায়ে ছেলের ফাঁসি

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১৭:৫৬

কাঁঠালিয়ায় বাবাকে হত্যার দায়ে ছেলেকে ফাঁসির আদেশ দিয়েছে ঝালকাঠি আদালত। বাবা আব্দুল বারেককে পিটিয়ে হত্যা করায় ছেলে আলতাফ খন্দোকার (৩৫) নামের এক যুবককে ফাঁসির আদেশ দেওয়া হয়। 

আজ সোমবার দুপুরে ঝালকাঠি অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ. মো. তোফায়েল হাসান এ আদেশ দেন। একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। আলতাফ কাঁঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের উত্তর চেঁচরীরামপুর গ্রামের মৃত আবদুল বারেক খন্দকারের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আলতাফ পলাতক ছিল।

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, পেশায় রিকশা চালক আলতাফ তার বাবা বারেক খন্দোকারকে জমি লিখে দিতে প্রায়ই চাপ দিত। এ নিয়ে পিতা-পুত্রের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। ২০০৭ সালের ১০ এপ্রিল সন্ধ্যায় উত্তর চেঁচরীরামপুর বারেক খন্দকারের বাড়িতে ঘরোয়া বৈঠকে জমি ভাগ করে দেওয়ার জন্য চাপ দেয় আলতাফ। এ নিয়ে পিতা-পুত্রের ঝগড়ার এক পর্যায়ে আলতাফ পিতার মাথায় লাঠি দিয়ে একাধিক আঘাত করে। এতে পিতা বারেক খন্দকার অজ্ঞান হয়ে পরলে অপর ছেলেরা গুরুতর আহত বারেক খন্দকারকে বরিশাল শেবাচিম হাসপতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঐ বছরের ১৩ এপ্রিল মারা যায় বারেক খন্দকার। এ ঘটানায় ওই দিন রাতেই বারেক খন্দকারের অপর ছেলে মঞ্জু খন্দকার বাদী হয়ে কাঁঠালিয়া থানায় ভাইয়ের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। 

আরও পড়ুন: বন্যার পর আবার স্বপ্ন দেখছেন চট্টগ্রামের কৃষকরা

মামলার তদন্তকারি কর্মকর্তা কাঁঠালিয়া থানার উপ-পরিদর্শক মো শহিদুল ইসলাম ৩০ মে ২০০৭ সালে আদালতে চার্জশিট দখিল করেন। আদালত ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি আলতাফের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আলতাফের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেওয়া হয়।

ইত্তেফাক/কেকে