শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রানা প্লাজা ধস: হত্যা মামলার ৪১ জনের বিরুদ্ধে সাক্ষ্য হয়নি

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ১৫:৫৮

সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় ভবন নির্মাণে অবহেলা ও ত্রুটিজনিত হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ভবনটির মালিক সোহেল রানাসহ ৪১ জনের সাক্ষ্যগ্রহণ হয়নি।

আজ বুধবার এ মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু তিন আসামির পক্ষে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেছে। এ অবস্থায় অন্যান্য আসামির পক্ষে মামলার কার্যক্রম চলতে পারে না, জানিয়ে সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা।

ঢাকার জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২০ নভেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছে।

আরও পড়ুন: একুশ আগস্টের মাস্টারমাইন্ড তারেকের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত: কাদের

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে নয়তলা ভবন রানা প্লাজা ধসে পড়লে ১ হাজার ১৩৬ জন মারা যান। আহত ও পঙ্গু হন প্রায় দুই হাজার শ্রমিক। ধ্বংসস্তূপের নিচ থেকে দুই হাজার ৪৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনায় সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়ালী আশরাফ ভবন নির্মাণে অবহেলা ও ত্রুটিজনিত হত্যা মামলা দায়ের করেন।

ইত্তেফাক/কেকে