শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফের রিমান্ডে শামীমের ৭ দেহরক্ষী

আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ১৮:১২

যুবলীগ নেতা জিকে শামীমের সাত দেহরক্ষীর ফের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এরআগে মামলাটির তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে প্রত্যকের ১০দিন করে রিমান্ড আবেদন করেন। তারা হলো- দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, সহিদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।

ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী মঙ্গলবার দুপুরে শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

শুক্রবার রাজধানীর নিকেতনের ১১৩ নম্বর বাসা থেকে যুবলীগ নেতা জিকে শামীমকে আটক করা হয়। এরপর একই এলাকায় অবস্থিত তার মালিকানাধীন জিকে বিল্ডার্সের অফিসে (১৪৪ নম্বর) অভিযান চালিয়ে ১৬৫ কোটি টাকার স্থায়ী আমানতের (এফডিআর) কাগজ ও নগদ ১ কোটি ৮০ লাখ টাকা জব্দ করে র‍্যাব। এছাড়া তার কাছে থাকা আগ্নেয়াস্ত্র, দেহরক্ষীদের ৭টি শটগান-গুলি এবং কয়েক বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

গত ২১ সেপ্টেম্বর শামীমের সাত দেহরক্ষীকে অস্ত্র আইনে মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

ইত্তেফাক/আরকেজি