বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা: গোমূত্র দিয়ে বিজেপি নেতার ‘সচেতনতা’ বার্তা

আপডেট : ১৬ মার্চ ২০২০, ২১:০৫

গোমূত্র দিয়ে এবার করোনা ভাইরাসের সতর্ক বার্তা দিলেন ভারতের পশ্চিম বঙ্গের রাজ্য কমিটির সদস্য নারায়ণ চট্টোপাধ্যায়। এক হাতে পিতলের ঘটি অন্য হাতে গোমূত্র বোতল নিয়ে ঘুরে বেড়ালেন পশ্চিম বঙ্গের বিভিন্ন গ্রাম।  এসময় বিজেপির অন্য কর্মীকেও খাওয়ান তিনি।

এদিকে এমন কর্মকাণ্ডের সমালোচনা করেছেন ভারতীয় চিকিৎসকরা। চিকিৎসকরা বলছেন, আতঙ্কের আবহে এই ধরনের গুজব ছড়ানো দায়িত্বহীন কাজ।

ভারতের হুগলির ডানকুনির একটি দোকানেও করোনা প্রতিরোধে বিক্রি হচ্ছে গোমূত্র ও গোবর।দোকানদারের দাবি, গোমূত্র সেবন এবং গোবর গায়ে মাখলে করোনা থেকে বাঁচা যায়। সম্প্রতি দিল্লিতে  অখিল ভারতীয় হিন্দু মহাসভা সংগঠনের সদরে আয়োজিত হয় গোমূত্র পার্টি। 

ভারতে এখন পর্যন্ত ১১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

ইত্তেফাক/এআর