বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা পরিস্থিতি মোকাবেলায় মৌলিক বাংলার মানবিক উদ্যোগ

আপডেট : ২২ মার্চ ২০২০, ০৮:৪৪

করোনা ভাইরাসজনিত বর্তমান পরিস্থিতি মোকাবেলায় মানবিক উদ্যোগ গ্রহণ করেছে ‘মৌলিক বাংলা’ নামে একটি রাজনৈতিক দল। এজন্য পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত নিজেদের সব রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করে দিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজে নেমেছে দলটি। মৌলিক বাংলার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গত ১৮ মার্চ এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এই উদ্যোগের আওতায় স্বেচ্ছাসেবক ইউনিট যেসব কর্মকাণ্ড করবে:

ক) বাহক:

করোনা আক্রান্ত বা হোম কোয়ারেন্টিনে অবস্থান নেওয়া ব্যক্তির প্রয়োজনীয় দ্রব্য এবং ঔষধ বহন করে পৌঁছে দিবে।

খ) স্বাস্থ্য সেবা:

করোনা আক্রান্ত এবং করোনা আতঙ্কে আছেন যারা, তাদের অফলাইন এবং অন লাইনের চিকিৎসা পরামর্শ দিবেন।

গ) সংগ্রহ টিম:

করোনা মোকামেলায় প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী, চিকিৎসার উপকরণ এবং ঔষধসহ অর্থ সংগ্রহকারী স্বেচ্ছাসেবকদের করনীয়:

স্বেচ্ছাসেবকগণকে অবশ্যই প্রয়োজনীয় সময়ে উপস্থিত থাকতে হবে।(অফ/অনলাইন) এবং সেচ্ছাসেবক টিমকে প্রয়োজনীয় নিরাপত্তা পোষাক, হাতের গ্লাভস, মাথার ক্যাপ এবং মাস্ক ইত্যাদি মৌলিক বাংলা’র স্থানীয় স্বেচ্ছাসেবক ইউনিট প্রধানের কাছ থেকে সংগ্রহ করে নিয়ম মাফিকব্যবহার করতে হবে।

আগ্রহী ব্যক্তিরা মৌলিক বাংলা’র নিজস্ব ওয়েব সাইট থেকে অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম পূরণের মাধ্যমে এই স্বেচ্ছাসেবক টিম এ যুক্ত হতে পারবেন।

ইত্তেফাক/এএএম