শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা সন্দেহে নারী আইসোলেশনে

আপডেট : ২৬ মার্চ ২০২০, ১৯:৪৫

বাগেরহাটে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে এক নারীকে আইসোলেশনে রাখা হয়েছে। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানিয়েছেন, বৃহস্পতিবার  সকালে  তাকে  বাগেরহাট  সদর হাসপাতালে আইসোলেশনে রাখা হয়। 

সিভিল সার্জন বলেন, গত বুধবার (২৫ মার্চ) ওই নারী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার সকালে ওই ওয়ার্ডে কর্মরত সেবিকাদের সন্দেহ হলে তারা চিকিৎসকের দৃষ্টি আকর্ষণ করে। পরে কর্মরত চিকিৎসক ওই নারীকে পর্যবেক্ষণের জন্য আইসোলেশনে পাঠায়। জানা গেছে, তিনি গত কয়েকদিন ধরে থেকে সর্দি, জ্বর ও কাশিতে ভুগছিলেন। তারা নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হবে।

আরও পড়ুন: করোনা সন্দেহে ৭ মাসের শিশু আইসোলেশনে

তিনি আরো বলেন, বর্তমানে বাগেরহাটে চার হাজার দুইশ বিদেশ ফেরতের মধ্যে এক হাজার ২৯৭ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। 

ইত্তেফাক/এসি