শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা নিয়ে যা বললেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী

আপডেট : ২৬ মার্চ ২০২০, ২২:০৭

করোনা ভাইরাস প্রতিরোধ সচেতনতা ও নিয়ম সঠিকভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন, বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় সবাইকে এ আহ্বান জানান।

ভিডিও বার্তায় তিনি বলেন, দেশে করোনা ভাইরাস বিরাজমান আমরা আজ করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত। তবে এতে ভীতি হবার কিছু নেই। আমরা যদি নিয়ম ও বিধি নিষেধ মেনে চলি, তাহলে করোনা ভাইরাস আমাদের আক্রমণ করতে পারবে না। আমরা সামাজিকতা বন্ধ করি। সামাজিক দূরত্ব বজায় রাখি। হাটবাজার ও বাইরে চলাফেরা কম করি। নিজেদের বাড়ির ভেতরেই সীমাবদ্ধ রাখি। বিশেষ করে শিশুদের ঘরের বাইরে যেতে না দেই।

আরও পড়ুনঃ করোনা গুজব ঠেকাতে টিভির সংবাদ মনিটরিং 

ডেপুটি স্পিকার বলেন, মনে রাখবেন এই করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে হলে নিয়মাবর্তিতা ও পরিষ্কার পরিছন্নতা অপরিহার্য। আমরা বার বার সাবান দিয়ে হাত ধৌত করি অথবা, হ্যান্ড স্যানেটাইজার দ্বারা হাত পরিষ্কার রাখি। যাতে করে সবসময় আমরা পরিষ্কার থাকতে পারি। আমাদের জীবন অনেক মূল্যবান আমি বাঁচি আমার পরিবারকে বাঁচাই, আমার প্রতিবেশীকে বাঁচাই। 

 

 

ইত্তেফাক/এমএএম