শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

১ জনের সংস্পর্শে এসে কোয়ারেন্টাইনে ৪০ হাজার মানুষ

আপডেট : ২৭ মার্চ ২০২০, ২০:৩৪

ভারতের পাঞ্জাবে করোনায় আক্রান্ত একজন ধর্মগুরুর  সংস্পর্শে আসায় কমপক্ষে ২০টি গ্রামের ৪০ হাজার মানুষকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। যদিও করোনায় আক্রান্ত ওই ধর্মগুরু ইতোমধ্যে মারা গেছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইতালি এবং জার্মানি থেকে ভ্রমণের পর করোনায় আক্রান্ত ওই  ধর্মগুরুকে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিলেও তিনি তা মানেননি। উপরোন্ত ওই ব্যক্তি একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন যেখানে প্রায় ৪০ হাজার মানুষ তার সংস্পর্শে এসেছিলেন। ওই ধর্মীয় অনুষ্ঠানের এক সপ্তাহ পরে করোনায় আক্রান্ত হয়ে ওই ধর্ম গুরু মারা যান বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এছাড়া ওই  ধর্মগুরুর আরো ২০ আত্মীয়ও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছজে ।

ভারতে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২৪ জনে , মারা গেছেন ১৮ জন। 

ইত্তেফাক/এআর