বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

'যুক্তরাষ্ট্রে করোনায় মারা যাবে ২ লাখ'

আপডেট : ৩০ মার্চ ২০২০, ১১:৩২

প্রাণঘাতী করোনা ভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্রে লাখ লাখ মানুষ আক্রান্ত হতে পারে। মারা যেতে পারে ২ লাখের বেশি মানুষ। দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ রবিবার এই সতর্কবার্তা দিয়েছেন। 

যুক্তরাষ্ট্রের জাতীয় অ্যালার্জি এবং সংক্রামক রোগ ইনস্টিটিউট এর ডিরেক্টর এন্থনি ফাউসি সিএনএনকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, করোনার কারণে যুক্তরাষ্ট্রে ১ লাখ থেকে ২ লাখ মানুষের মৃত্যু হতে পারে।

পাশাপাশি নিউ ইয়র্ক, নিউ অরলিন্স এবং আরও বড় শহর গুলোতে শিগগিরই চিকিৎসা সরঞ্জাম ফুরিয়ে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। 

ইতিমধ্যে করোনায় যুক্তরাষ্ট্রে বিশ্বের যেকোন দেশের থেকে সর্বোচ্চ এক লাখ ৪২ হাজারের বেশি জন আক্রান্ত হয়েছে। তবে দেশটিতে করোনায় মৃত্যুর হার কম। এখন পর্যন্ত  মারা গেছে ২ হাজার ৪৮৪ জন । বিবিসি, সিএনএন। 

ইত্তেফাক/এসআর