বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আইসোলেশনে জাস্টিন ট্রুডো

আপডেট : ৩০ মার্চ ২০২০, ১৪:০৯

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো রোববার বলেছেন, তিনি স্বেচ্ছায় আইসোলেশনে থাকবেন। ইতোমধ্যে  করোনাভাইরাসে আক্রান্ত তার স্ত্রী সুস্থ্য হয়ে উঠেছেন। 

জাস্টিন বলেন, সোফি গ্রিগোরি ট্রুডো শনিবার তার চিকিৎসকদের কাছ থেকে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠার ছাড়পত্র পেয়েছেন। 

এদিকে প্রধানমন্ত্রী নিজের করোনাভাইরাসের কোন উপসর্গ না থাকলেও তিনি কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত স্ত্রীর সাথে একই ছাদের নিচে বসবাস করছিলেন।

ট্রুডো বলেন, ‘কানাডার স্বাস্থ্যবিধি ও সুপারিশমালা অনুযায়ী আমি আমার আইসোলেশন অব্যাহত রাখবো।’

যেহেতু চিকিৎসকরা সোফি গ্রিগোরি ট্রুডো প্রকৃতপক্ষে কখন ভাইরাসমুক্ত হয়েছেন তা না জানায় প্রধানমন্ত্রী তার নিজের আরও ১৪ দিন অবরূদ্ধ থাকার কথা বলেছেন।

অটোয়ায় তার রিদিয়াউ কটেজ বাসভবনের বারান্দা থেকে সাংবাদিকদের ব্রিফিংকালে ট্রুডো বলেন, টেলিফোন ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কীভাবে অনেক কাজ করা যায় কানাডার কর্মীরা তা করে দেখিয়েছেন। প্রকৃতপক্ষে এই কাজটি আমি করে যাচ্ছি।

লন্ডন সফর থেকে ফেরার পর গত ১২ মার্চ করোনাভাইরাস পরীক্ষায় তার স্ত্রীর এ ভাইরাস ধরা পড়ে। তারপর থেকেই প্রধানমন্ত্রী স্বেচ্ছায় আইসোলেশনে চলে যান।

শনিবার ট্রুডোর স্ত্রী জানান, তার চিকিৎসকরা তাকে ভাইরাস থেকে সেরে উঠার কথা জানিয়ে তাকে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সবুজ সংকেত দিয়েছেন।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য থেকে জানা যায়, রোববার পর্যন্ত কানাডায় করোনাভাইরাসে ৬ হাজার ২৪৩ জন আক্রান্ত এবং ৬৪ জনের মৃত্যু হয়েছে।

ইত্তেফাক/এসআর