বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা আক্রান্তের দুদিনেই মার্কিন জনপ্রিয় গায়কের মৃত্যু

আপডেট : ৩০ মার্চ ২০২০, ১৫:৫১

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবার প্রাণ হারালেন মার্কিন দেশাত্মবোধক গানের শিল্পী জো ডিফি।

রবিবার চিকিৎসাধীন অবস্থায় এ জনপ্রিয় সংগীতশিল্পীর মৃত্যু হয়।

৬১ বছর বয়সী এই শিল্পী মৃত্যুর দুদিন আগে জানিয়েছিলেন তার করোনা ভাইরাস পরীক্ষায় পজেটিভ আসে। এরপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন।

করোনা আক্রান্ত হওয়ার পর মার্কিন কান্ট্রি সংগীতের এই শিল্পী বলেছিলেন, ‘জনসাধারণ এবং আমার সমস্ত ভক্তদের এই মহামারী চলাকালীন সতর্ক থাকতে বলছি। আমি আবার ভক্তদের বিষয়টি স্মরণ করিয়ে দিতে চাই। আমাদের সর্তক থাকতে হবে।’

শেষপর্যন্ত মার্কিন শিল্পী জো ডিফির মৃত্যু হয়। ডিফির জনসংযোগ কর্মকর্তাই তার মৃত্যুর খবর ঘোষণা করেন।

তিনি জানান, বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়া এ ভাইরাসের সঙ্গে লড়াই করে ২৯ মার্চ মারা যান জো। খবর সিএনএনের।

ইত্তেফাক/জেডএইচ