শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চট্টগ্রামে আইসোলেশনে থাকা এক রোগীর মৃত্যু

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ০৭:০২

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজের (বিআইটিআইডি) আইসোলেশনে থাকা এক রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক আবুল হাসান।

ইত্তেফাকের কাছে আবুল হাসান বলেন, ‘উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত ৫৫ বছর বয়সি পুরুষ রোগীকে সকালে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। এই রোগী আগে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালেও ভর্তি ছিলেন। সেখান থেকে সকালে আমাদের কাছে রেফার করা হয়। নিয়ম অনুযায়ী তার সব পরীক্ষা করানো হয়েছিল এবং ভালোই ছিলেন।’

আরও পড়ুন: ‘ছুটিতে ঘরে থাকলেই বাঁচবে জীবন’

তিনি করোনা ভাইরাসে আক্রান্ত কি না—এমন প্রশ্নের জবাবে আবুল হাসান বলেন, ‘আজ সকালে মৃতের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হবে।’

ইত্তেফাক/ইউবি