শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বগুড়ায় করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুর মৃত্যু

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ০৩:৪৪

বগুড়ায় করোনা উপসর্গে সন্দেহে মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশনে ভর্তির পর সিয়াম(১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার ( ১ এপ্রিল) দুপুর ৩টার দিকে শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে ভর্তির পর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে গাবতলীর মহিষাবান গ্রামের আব্দুল গফুর সরকারের পুত্র।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিক আমিন কাজল জানান, ‘শিশু সিয়াম শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে গুরুতর অসুস্থ্য অবস্থায় বুধবার দুপুর ৩টার দিকে হাসপাতালে ভর্তি হয়। পরে তার অবস্থার অবনতি হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

প্রচন্ড জ্বর, শ্বাসকষ্ট ও সর্দিকাশি নিয়ে তার স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসে। শিশুটি করোনা ভাইরাস রোগে আক্রান্ত ছিল কি-না তা পরীক্ষা করার পর জানানো সম্ভব হবে।’

ইত্তেফাক/এসআই