শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা: ইকুয়েডরে রাস্তা থেকে ১৫০ মৃতদেহ উদ্ধার

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ১৪:৩১

ইকুয়েডরের সেনা ও পুলিশ দেশটির বন্দর নগরী গুয়াকুইলের রাস্তা ও বাসা-বাড়ি থেকে করোনা আক্রান্ত ১৫০ জনের মৃতদেহ উদ্ধার করেছে।

সরকার সতর্ক করে দিয়ে বলেছে, আগামী মাসগুলোতে নগরী ও আশপাশের এলাকায় ৩ হাজার ৫০০-এর বেশি লোক মারা যাওয়ার আশঙ্কা রয়েছে।

ইকুয়েডরের দ্বিতীয় বৃহত্তম নগরী গুয়াকুইলের বাসিন্দারা এরআগে সামাজিক মাধ্যমে রাস্তায় পড়ে থাকা মৃতদেহের ভিডিও প্রকাশ করে।
অনেকে তাদের বাড়ি থেকে মৃতদেহ সরিয়ে নেয়ার জন্য কর্তৃপক্ষকে বার্তা পাঠায়। কর্তৃপক্ষ মৃতদেহ থেকে দূরে থাকার নির্দেশনা দেয়ার বাড়িতে মারা যাওয়া মৃতদেহ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে।

আরো পড়ুন: ইরানের পার্লামেন্ট স্পিকার করোনাভাইরাসে আক্রান্ত

সরকারের মুখপাত্র রাষ্ট্রীয় টেলিভিশনে মৃতদেহ থেকে দূরে থাকার বার্তা সম্প্রচারের জন্য ক্ষমা চেয়েছেন।

লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরে করোনাভাইরাস মহামারী ভয়ঙ্কর হয়ে উঠেছে। দেশটিতে মোট ৩ হাজার ১৬০ জন আক্রান্ত এবং বৃহস্পতিবার ভোর পর্যন্ত ১২০ জনের মৃত্যু হয়েছে।

ইত্তেফাক/এমআর