বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দেবেন জাবি কর্মকর্তারা

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১৮:২৮

করোনা ভাইরাসের প্রভাবে দেশের উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার লক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।

শনিবার বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির সভাপতি মো. আবু হাসান  জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ৩৩৯ জন কর্মকর্তা তাদের একদিনের বেতনের অর্থ এ তহবিলে জমা দেবেন। 

আরও পড়ুন: খালিয়াজুরীতে জ্বর-শ্বাসকষ্টে একজনের মৃত্যু, নমুনা সংগ্রহ

আবু হাসান বলেন, ‘করোনা ভাইরাসের কারণে দেশের সব ধরনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সমূহ বন্ধ রয়েছে। এর ফলে দেশের হতদরিদ্র খেটে খাওয়া প্রান্তিক মানুষ জনগোষ্ঠীর বিপুল সংখ্যাক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের খাদ্য নিরাপত্তার জন্য সরকারিভাবে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে এ অবস্থায় আমরা সচেতন মানুষ হিসেবে এসব প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজনীতা অনুভব করছি।’

ইত্তেফাক/এসি