শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

লকডাউন ভেঙে বাইরে, যুবককে গুলি করে হত্যা

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১৮:৪৫

সরকারি নিয়ম ভেঙে লকডাউনের সময় বাড়ির বাইরে আসতেই গুলি চালিয়ে এক যুবককে মেরে ফেলেছে সেনাবাহিনীর সদস্যরা।  

ঘটনাটি নাইজেরিয়ার ওয়ারি শহরে। করোনা ভাইরাস সংক্রমণ রুখতে অন্যান্য দেশের মতো লকডাউন চালাচ্ছে নাইজেরিয়া সরকার। 

এএফপি ও আল জাজিরা জানাচ্ছে, নাইজেরিয়ার ওয়ারি শহরে লকডাউন চলছিল। এর মাঝে সরকারি হুঁশিয়ারি উপেক্ষা করে বাড়ি থেকে বের হওয়ায় যুবক জোসেফ পেসুককে গুলি করে দেশটির সেনাবাহিনী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এ ঘটনার পর শহরটিতে শুরু হয়েছে বিক্ষোভ। রাস্তায় নেমে স্থানীয় যুবকরা বেশ কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শনিবার করোনা ভাইরাস পর্যবেক্ষণ করা সাইট ওয়ার্ল্ড ও মিটার জানিয়েছে, নাইজেরিয়ার এখন পর্যন্ত ৪ জন মারা গেছে। আর সংক্রামিত ২০০ জনের বেশি। দেশটির বিভিন্ন শহর লকডাউন ঘোষণা করা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ