শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনায় মৃত্যু ছাড়ালো ৬০ হাজার, আক্রান্ত ১১ লাখ

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ২২:৪৭

মহামারি করোনা ভাইরাসে বাড়ছে মৃত্যুর সংখ্যা। বাড়ছে আক্রান্তও। সবশেষ শনিবার রাত পর্যন্ত ৬০ হাজারের বেশি মানুষ মারা গেছে।

করোনা ভাইরাস পর্যবেক্ষণ করা ওয়ার্ল্ডওমিটারের ওয়েবসাইট থেকে জানা গেছে, বিশ্বজুড়ে ৬১ হাজার ২০৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। আর আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৪১ হাজার ৪২৫ জন। সুস্থ হয়েছেন দুই লাখ ৩৮ হাজার ৪৯৮ জন।

করোনায় সবচেয়ে বাজে অবস্থা ইউরোপ ও আমেরিকার। সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে; ১৪ হাজার ৭৮১ জন। স্পেনের অবস্থান তারপরই। সেখানে মৃত্যু হয়েছে ১১ হাজার ৭৪৪ জনের। আক্রান্ত লাখের বেশি। 

ইতালি আর স্পেনের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে করোনা ভাইরাসে সাত হাজার ৪০৩ জন মারা গেছে। আক্রান্ত হয়েছে দুই লাখ ৭৭ হাজারের বেশি। 

এদিকে বাংলাদেশে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত বেড়ে হয়েছে ৭০ জন। 

ইত্তেফাক/জেডএইচ