শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ক্রেডিট কার্ডের জরিমানা মওকুফ করতে ব্যাংকগুলোকে নির্দেশ

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ২০:৪৭

করোনা ভাইরাসের কারণে কেউ চলতি বছরের ১৫ মার্চ থেকে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ না করলে তার কাছ থেকে জরিমানা বা বাড়তি চার্জ না নেয়ার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

শনিবার এ-সংক্রান্ত সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোতে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

আরো পড়ুন : করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৫৬ বাংলাদেশির মৃত্যু

এতে বলা হয়েছে গত ১৫ মার্চের পর কোনো ব্যাংক চার্জ আরোপ করে থাকলে গ্রাহককে তা ফেরত দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের এ নির্দেশনা চলতি বছরের ৩১ মে পর্যন্ত প্রযোজ্য হবে।


ইত্তেফাক/ইউবি