শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাজবাড়ীতে ফোন করলেই পৌঁছে যাচ্ছে মেডিকেল টিম

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ০০:৩০

করোনা ভাইরাসের কারণে সাধারণ রোগীদের চিকিৎসা সেবা অব্যাহত রাখতে রাজবাড়ী জেলার পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলাতে ভ্রাম্যমাণ মেডিকেল স্বাস্থ্যসেবা চালু করা হয়েছে। শনিবার এ স্বাস্থ্য সেবা চালু করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম। 

ভ্রাম্যমাণ ওই মেডিকেল টিমের চিকিৎসক ডা. সুপ্রভ আহমেদ জানান, জেলার উল্লেখিত তিনটি থানায় আমরা সেবা দেবো। রোগীরা প্রয়োজনে ০১৭৯৮৬২৭৩৩৬ ও ০১৮১৬৮৭১৬২০ ফোন করে আমাদের কাছ থেকে স্বাস্থ্যসেবা নিতে পারেন।

জানা গেছে, নম্বরগুলোতে কল করলে ভ্রাম্যমাণ মেডিকেল টিম ডাক্তারসহ অ্যাম্বুলেন্স নিয়ে চিকিৎসা সেবা প্রদানে ওই রোগীর বাড়ি পৌঁছে যাচ্ছেন। জেলার ৩টি উপজেলাতে করোনা ভাইরাসের সংক্রমণের ভয়ে হাসপাতাল বিমুখ রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এমন উদ্যোগ। 
ভ্রাম্যমাণ মেডিকেল টিমের চিকিৎসক ডা. তিতুমীর বিশ্বাস বলেন, শনিবার সকালে থেকে দুপুর পর্যন্ত পাংশা উপজেলার কলিমোহর ও সরিষা ইউনিয়নের ইউনিয়নের ছয়জন রোগীকে ভ্রাম্যমাণ মেডিকেল টিম সেবা দিয়েছে। ওই সকল রোগীদের ঔষুধ সরবরাহ করছেন স্থানীয় সংসদ সদস্য মো. জিল্লল হাকিম ও তার পুত্র আশিক মাহমুদ মিতুল হাকিম। 

আরও পড়ুন: রংপুরের সেই ৪২ জনের নমুনায় করোনা শনাক্ত হয়নি

এমপি পুত্র আশিক মাহমুদ মিতুল বলেন, শনিবার দুপুরে কালুখালী উপজেলায় পাঁচশ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করে আসছি। মেডিকেল টিমের জন্য যত ওষুধ প্রয়োজন সরবরাহ করবো এবং মঙ্গলবার থেকে আমাদের নির্বাচনী এলাকায় শিশু খাদ্য বিতরণ করবো। 

রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম জানান, প্রধানমন্ত্রী নির্দেশে আমার নির্বাচনী এলাকায় সাধারণ মানুষ যেন খেতে ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, সেই দিকে কাজ করে যাচ্ছি।

ইত্তেফাক/এসি