শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বার্সেলোনা সহ-সভাপতি করোনায় আক্রান্ত

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ১৯:০৫

করোনা ভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। মরণ ব্যাধি এই ভাইরাসের কারণে থমকে গেছে বিশ্বের সব বড় বড় ক্রীড়া আসর। এরই মধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন অনেক ক্রীড়াবিদ। সে তালিকায় যুক্ত হলেন বার্সেলোনার সহ-সভাপতি জর্দি কার্দোনা। কয়েক দিন আগে পরীক্ষায় তার শরীরে ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে বলে জানিয়েছে দেশটির বেশ কয়েকটি ক্রীড়া বিষয়ক গণমাধ্যম।

শনিবার মার্কা ও এএস তাদের প্রতিবেদনে বলেছে, কার্দোনার করোনা ভাইরাসে আক্রান্ত। তবে এ বিষয়ে স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার পক্ষ থেকে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি। গণমাধ্যম দুটি আরও বলেছে, ৫৭ বছর বয়সী কার্দোনারকে নিয়ে শঙ্কা নেই, বেশ দ্রুত সুস্থ হয়ে উঠছেন তিনি।

এ নিয়ে কাতালান ক্লাবটির মোট তিনজন করোনায় আক্রান্ত হলেন। এর আগে মেডিকেল সার্ভিসের পরিচালক রামোন কানাল ও চিকিৎসক জোসেপ আন্তোনি গুতিয়েরেজ করোনা ভাইরাসে আক্রান্ত হন।

তবে দলটির কোনো খেলোয়াড়ের শরীরে ভাইরাসের সংক্রমণের কথা এখনও জানা যায়নি।

ইত্তেফাক/এসআই