শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা ভাইরাস প্রেমকে আলাদা করে দিচ্ছে

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১৭:৩৯

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বিশ্বের বিভিন্ন দেশের মতো সুইজারল্যান্ড ও জার্মানির  সীমানা বন্ধ করে দেয়া হয়েছে। এতে এক দেশের লোক আরেক দেশে যাতায়াত করতে পারছে না। ফলে তারা একে অন্যকে স্পর্শ না করে তাদের সীমানা প্রাচীরে দাঁড়িয়ে একে অন্যকে দুর থেকে ভালোবাসা জানান দেয়া ছাড়া আর কিছুই করার নেই। 

জার্মানী ও সুইজারল্যান্ড ইউরোপের সেনজেন ভুক্ত দেশ হওয়া কোন সীমানা প্রাচীর ছাড়াই খুব সহজেই অন্যদেশে যাতায়াত বা বসতবাড়ি করতে পারে। কিন্তু প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে বন্ধ করে দেয়া হয়েছে অনেক দেশের মতো জার্মানি ও সুইজার‌ল্যান্ডের সীমানা প্রাচীর। 

এতে একই পরিবারের সদস্য যারা দুই দেশে বাস করেন তারা একে অন্যের সঙ্গে দেখা করতে পারছেন না। ফলে দুই দেশে বসবাস করা ভাই-বোন, প্রেমিক-প্রেমিকা ও পুরাতন বন্ধুরা এই সীমানা প্রাচীরে এসে একে অন্যের সঙ্গে দেখা করতে আসে। 

সুইজারল্যান্ডের জুরিখ থেকে এক ঘন্টার রাস্তা পার হয়ে প্রেমিকাকে দেখতে আসা   জিন-পিয়ের ওয়াল্টার বলেন, ‘আমরা কমপক্ষে একে অপরের সাথে কথা বলতে পারি এটাই আমাদের কাছে যথেষ্ট।’

হাইডেলবার্গ থেকে আসা বুলিক বলেন, এটা মেনে নেয়া কঠিন। তবে আমরা আশা করবো খুব দ্রুতই এ অবস্থা থেকে মুক্তি পাবো। 

ইত্তেফাক/এসআই