বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নারায়ণগঞ্জ জেলা পুরোপুরি লকডাউন : আইএসপিআর 

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ০১:২৯

করোনা ভাইরাস প্রতিরোধে কার্যক্রম জোরদার করার লক্ষে নারায়ণগঞ্জ জেলা পুরোপুরি লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামীকাল ৮ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে। 

মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি পরিষেবা যেমন চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহ এই নির্দেশনার আয়তামুক্ত থাকবে। অসামরিক প্রশাসন, সশস্ত্র বাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করবে।

আরো পড়ুন : দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৭, নতুন শনাক্ত ৪১

এর আগে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর)  করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে বলা হয়েছিল- গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪১ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত করা গেছে। এর মধ্যে ২০ জন ঢাকার ও ১৫ নারায়ণগঞ্জের।


ইত্তেফাক/ইউবি