শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জবির এক শিক্ষার্থী ‘করোনা পজিটিভ’

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ২৩:৫৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম বর্ষের এক শিক্ষার্থী  করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) ওই শিক্ষার্থী আইইডিসিআরের হটলাইনে ফোন দিলে তাকে আইইডিসিআর নিয়ে যায়৷ পরে মঙ্গলবার পরীক্ষা শেষে তাকে করোনা ভাইরাস পজিটিভ বলে নিশ্চিত করা হয়।

ওই শিক্ষার্থী জানান, গত এক সপ্তাহ ধরে তার জ্বর ও মাথা ব্যথা ছিল৷  আগামীকাল বুধবার আইসোলেশনে নিয়ে যাওয়া হবে এবং পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

আরও পড়ুন: চরভদ্রাসনে বিলুপ্তপ্রায় রাসেল ভাইপার, কামড়ে কৃষকের মৃত্যু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান বলেন, আমরা সার্বক্ষণিক তার খোঁজ খবর নিচ্ছি। বুধবার তাকে আইইডিসিআর কর্তৃপক্ষ আইসোলেশনে নিয়ে যাবে, তার পরিবারও হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। আমরা বলেছি, যে কোনো সহযোগিতায় আমাদের জানাতে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাকে সব ধরনের সহযোগিতা করা হবে।

ইত্তেফাক/এসি