বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বরিশাল শেবাচিমে আজ থেকে শুরু করোনা পরীক্ষা

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ০৩:৫২

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে আজ বুধবার থেকে করোনা ভাইরাস পরীক্ষা শুরু হবে।

হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, সোমবার বিকালে ভর্তি হওয়া এক রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তা দিয়েই প্রথম পরীক্ষা করা হবে। এ হাসপাতালে করোনা ওয়ার্ডে ১০ জন চিকিত্সাধীন রয়েছে। ইতিমধ্যে পুরোপুরিভাবে প্রস্তুত করা হয়েছে পরীক্ষার ল্যাবটি।


সোমবার দিবাগত রাতে মেডিক্যাল কলেজের একাডেমিক বিভাগের দ্বিতীয় তলায় মাইক্রোবায়োলজি বিভাগে করোনা ভাইরাস পরীক্ষার ল্যাব পরিদর্শন করে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেন, আমরা আগেই বলেছি যত দ্রুত সম্ভব ল্যাবটি চালু করার চেষ্টা চলছে। এখন ল্যাব পুরোপুরি প্রস্তুত। মেশিনপত্র স্থাপন করা হয়েছে। বুধবার থেকে ল্যাবের পুরোপুরি কার্যক্রম শুরু হবে। 

আরো পড়ুন : করোনা ভীতি পালটে দিল মানুষের মনোজগৎ

তিনি বলেন, আমাদের দক্ষ জনবলের সংকট রয়েছে। তাই যে কোম্পানি মেশিন সরবরাহ করেছে তাদের চার জন লোক এক সপ্তাহ বরিশালে থাকবেন। তারাই ল্যাবে পরীক্ষার কার্যক্রম চালানোর পাশাপাশি আমাদের যে জনবল রয়েছে তাদেরকে করোনা ভাইরাস পরীক্ষার বিষয়ে দক্ষতা অর্জনের প্রশিক্ষণ দিবেন। সে অনুযায়ী বুধবার থেকে করোনা পরীক্ষা এবং প্রশিক্ষণ দুটি একই সঙ্গে শুরু হবে। 


ইত্তেফাক/এসি