শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাবনায় আইসোলেশন থেকে পালানো রোগী দিনাজপুরে উদ্ধার

আপডেট : ১০ এপ্রিল ২০২০, ১৬:১৪

করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে পাবনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে পালানো রোগীকে দিনাজপুরের হাকিমপুর উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। গত ৭ এপ্রিল রাতে কোনো এক সময় ওয়ার্ড থেকে পালিয়েছিলেন সন্দেহভাজন ওই রোগী। 

পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার আবুল হোসেন জানান, গত ৫ এপ্রিল পাবনার বেড়া উপজেলায় বেড়াতে আসেন ওই ব্যক্তি। পরে তার করোনার প্রাথমিক লক্ষণ দেখা দিলে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। 
দুইদিন পরে ৭ এপ্রিল রাতের কোনো এক সময় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে পালিয়ে যান তিনি। এ ঘটনায় পাবনা সদর থানায় একটি সাধারন ডায়েরি করা হয়।

আরও পড়ুন: মতলব উত্তরে এক যুবকের শরীরে করোনা শনাক্ত

এদিকে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, পাবনা সদর থানায় সাধারন ডায়েরির সূত্র ধরে বৃহস্পতিবার রাতে দিনাজপুরের হাকিমপুর উপজেলা থেকে তাকে উদ্ধার করে হোম কোয়ারন্টোইনে রাখা হয়েছে।

ইত্তেফাক/এসি