শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গফরগাঁওয়ে করোনা রোগী শনাক্ত, অর্ধশত পরিবার লকডাউন

আপডেট : ১০ এপ্রিল ২০২০, ১৮:৪২

ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরে এক নারী (৬০) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে। পরে ওই এলাকার ২৩টি বাড়ির প্রায় অর্ধশত পরিবারকে লকডাউন করা হয়েছে। এই প্রথম গফরগাঁওয়ে কেউ করোনা শনাক্ত হওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। 

জানা গেছে, ওই নারীর করোনা উপসর্গ দেখা দিলে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য বিভাগকে জানায়। স্বাস্থ্য বিভাগের মাধ্যমে বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ওই তার রক্ত পরীক্ষায় করোনা পজেটিভ শনাক্ত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় মেডিকেল বোর্ডে গঠন করে উপজেলা প্রশাসনের সহযোগিতায় তাকে ময়মনসিংহের এসকে হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়। পরে রাত ১১টার দিকে উপজেলা প্রশাসন ২৩টি বাড়ির প্রায় অর্ধশত পরিবারকে লকডাউন করে। এ সময় ওই এলাকার তিন/চারটি ব্যবসা প্রতিষ্ঠানও লকডাউন করা হয় ।

আরও পড়ুন: কোয়ারেন্টাইন থাকতে বলায় গ্রামবাসীর হামলা, পুলিশসহ আহত ৫

ইউএনও কাজী মাহবুব উর রহমান জানান, জরুরি প্রয়োজন ছাড়া লকডাউন করা ২৩টি বাড়ির কেউ বাহিরে যেতে ও প্রবেশ করতে পারবেনা না। 

ইত্তেফাক/এসি