বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনায় মৃত ব্যক্তির দাফনকারী দলের এক সদস্যের মৃত্যু

আপডেট : ৩১ মে ২০২০, ১৯:৪৫

করোনায় মারা যাওয়া ব্যক্তিদের দাফনকারী দলের এক সদস্যের মৃত্যু হয়েছে। রবিবার সকালে রফিকুল ইসলাম (৪৮) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়।


রফিকুল হাজীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের ধেররা-বিলওয়াই গ্রামের বাসিন্দা। তার করোনার উপসর্গ ছিল না। 

হাজীগঞ্জ উপজেলায় ১১ জন মিলে করোনা মৃত ব্যক্তিদের দাফন ও নামাজের জানাজা পড়ানোর ঘোষণা দেন। ওই ১১ জনের মধ্যে রফিকুল ইসলাম একজন ছিলেন। তিনি হাজীগঞ্জ বাজারের আল আকসা টেইলার্সের ‘রফিক ভাই’ বলে পরিচিত। 

ওই ১১ জনের একজন শরীফুল হাছান। তিনি বলেন, রবিবার সকালে রফিক অসুস্থবোধ করেন। নিজেই ছেলেকে নিয়ে বাজারে এসে কয়েকজনের ঋণের টাকা পরিশোধ করেন। পরে বাসায় গিয়ে দুপুর ১টায় রফিক মারা যান। 


করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু : চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মোস্তফা কামাল (৫৫) নামের ব্যক্তি মারা  গেছেন।  রবিবার বেলা ১১টার দিকে তিনি মারা যান। মোস্তফা কামাল হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা।


ইত্তেফাক/ইউবি