বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

 ব্রিটেনে বিবাহ বিচ্ছেদ চান ৪০ শতাংশ দম্পতি!

আপডেট : ০৩ জুন ২০২০, ১১:৪৬

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কাঁপছে বিশ্ব। বিশ্ব জুড়ে দেখা দিয়েছে মহামারি। করোনা ভাইরাসের প্রভাবে পাল্লা দিয়ে বাড়ছে বেকারত্বের সংখ্যা। ব্রিটেনে ৪০ শতাংশ দম্পতি বিবাহ বিচ্ছেদের জন্য আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করেছে। দেশটির ল ফার্মগুলোর দেয়া তথ্য নিয়ে এ কথা জানিয়েছে স্কাই নিউজ।

কো-অপ্ট লিগ্যাল সার্ভিসেস নামের একটি ল ফার্ম বলছে, ২০১৯ সালের ২৩ মার্চ থেকে ১৫ মে’র মধ্যে যে পরিমাণ বিবাহ বিচ্ছেদের জন্য আগ্রহী ছিলেন দম্পতিরা। এ বছর করোনাভাইরাস মহামারিকালিন সময়ে এই অনুসন্ধান ৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। 

ল ফার্মটি আরও বলছে, লকডাউনের সময় দম্পতিরা একসঙ্গে অতিরিক্ত সময় এক সাথে থাকার কারণে কোন কোন পরিবারে সমস্যার সৃষ্টি হয়েছে। আবার বহু পরিবার এক সাথে মধুর সময় অতিবাহিত করছেন।

আরও পড়ুন: করোনায় মৃত্যুর সংখ্যায়  চতুর্থ স্থানে ব্রাজিল

সাধারণত ব্রিটেনে বিবাহ বিচ্ছেদ বাড়ে ক্রিসমাসের পর অর্থাৎ জানুয়ারি মাসে। কিন্তু এ বছর কোভিড-১৯ জনিত কারণে মার্চ থেকে মে মাসে বিবাহ বিচ্ছেদের আগ্রহ সৃষ্টি হয়েছে অনেক দম্পতির মধ্যে।

ইত্তেফাক/এমআর