বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সোনারগাঁওয়ে দুই পুলিশ সদস্যসহ নতুন করে ২৮ জন করোনায় আক্রান্ত 

আপডেট : ০৪ জুন ২০২০, ১৬:৫১

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার দুই পুলিশ সদস্যসহ নতুন করে আরো ২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) সকালে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছন।

আক্রান্তদের মধ্যে মধ্যে ১৯ জন পুরুষ ও ৯ জন নারী রয়েছেন। এ নিয়ে সোনারগাঁওয়ে ২৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

ডা. পলাশ কুমার সাহা জানান, গত ২৪ ঘণ্টায় ৬৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে ২৮ জনের করোনায় আক্রান্ত পাওয়া যায়।

আরো পড়ুন: সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ সদস্য নিহত

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি চিনিস এলাকার এক নারী (৭০) বাড়িতে মারা যান। অন্যদিকে কাঁচপুর ইউনিয়নের বাড়ি পাড়া এলাকার একজন পুরুষ (৫০) ও সাদিপুর ইউনিয়নের নয়াপুর এলাকার একজন পুরুষ (৪৭) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ তিনজনই সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার স্যাম্পল দেওয়ার পর অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তাদের পজিটিভ রিপোর্ট বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। তারা তিনজন গত কয়েকদিন আগে করোনা উপর্সগ নিয়ে মারা যান।

ইত্তেফাক/এএএম