শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শনাক্তের পর ছেলেমেয়েসহ পালালো করোনা রোগী

আপডেট : ০৪ জুন ২০২০, ১৮:১৭

শরীরে করোনা ভাইরাস শনাক্তের পর ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে পালিয়েছেন রাশেদা (২৬) নামে এক করোনা রোগী। ঘটনাটি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা গ্রামের। রাশেদা ওই গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী।

জানা গেছে, রাশেদা প্রায় এক সপ্তাহ ধরে সর্দি-কাশি-জ্বরসহ করোনা উপসর্গ নিয়ে ভুগছিলেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে পাঠানো হয়। ২ জুন রাতে রিপোটে তিনি করোনায় আক্রান্ত বলে শনাক্ত হন। মঙ্গলবার রাতে এ খবর ছড়িয়ে পড়লে বুধবার সকালে রাশেদা নিজ বাড়ি থেকে পালিয়ে যান। দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও থানা পুলিশ রাশেদাকে আইসোলশনে রেখে চিকিৎসা দেওয়ার উদ্দেশ্যে বাড়িতে গিয়ে তাকে খুঁজে পায়নি।

আরও পড়ুন: ফুলবাড়ীতে ইটভাটা গিলছে ক্ষেতের ফসল গাছপালা

ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, রাশেদার শরীরে করোনা শনাক্ত হওয়ার খবর শুনে বুধবার সকালে সে বাড়ি থেকে ছেলে -মেয়েসহ পালিয়ে যাওয়ায় এলাকায় নতুন আতঙ্কের সৃষ্টি হয়েছে। 

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক ওই করোনা রোগী পালিয়ে যাওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন। 

ইত্তেফাক/এসি