শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

লালপুর লাকসাম মাদরগঞ্জে করোনা উপসর্গে তিনজনের মৃত্যু

আপডেট : ১৬ জুন ২০২০, ২১:৫৫

নাটোর জেলার লালপুর, কুমিল্লার লাকসাম এবং জামালপুরের মাদারগঞ্জে করোনা উপসর্গে নারীসহ তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

লালপুর (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের লালপুর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে ইয়াসির আলী (৪৫) নামের এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসলিউশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি গোপালপুর পৌর এলাকার মৃত ইমান আলী হাজির ছেলে। তিনি বিজিবি সদস্য হলেও প্রেষনে ডিজিএফআই এর ঢাকা অফিসে আপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: বোনকে উত্যক্ত করায় যুবক খুন, ১২ দিন পর মরদেহ উদ্ধার ঘাতক আটক

লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার লাকসামের মো. ইকবাল হোসেন মজুমদার মিঠু নামক এক প্রধান শিক্ষক করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। মঙ্গলবার সকাল ৯ টায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গোবিন্দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং দীর্ঘদিন ডায়াবেটিস ও হার্টের সমস্যায় ভুগছিলেন। 

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা জানান, মাদারগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ঢাকা ফেরত রিনা বেগম (২৪) নামে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।  তিনি ওই গ্রামের মোবারক হোসেনের স্ত্রী। রিনা বেগম করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে এসেছিলেন। 

ইত্তেফাক/এসি