শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইতালিতে করোনায় বাংলাদেশি নার্সের মৃত্যু

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩৪

ইতালিতে মহামারী করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশি এক নার্সের মৃত্যু হয়েছে। মৃত নার্সের নাম নাজমুন্নাহার বেগম (৪৫)।

বুধবার দেশটির উত্তরাঞ্চল লম্বারদিয়ার ভারেজ প্রভিন্সের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাজমুন্নাহার। তিনি দীর্ঘদিন যাবৎ স্থানীয় একটি হাসপাতালে সেবিকা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় বাঙালিরা জানান, ‘নাজমুন্নাহারের স্বামী বর্তমানে দেশে রয়েছেন। স্ত্রীর মৃত্যুর খবর শুনে আগামী ২৩ জুন বাংলাদেশ থেকে ইতালিতে ফেরার কথা রয়েছে। এছাড়াও একমাত্র মেয়ে দেশটিতে হোমকোয়ারেন্টাইনে রয়েছেন। এজন্য মরদেহটি গ্রহণ করার কেউ না থাকায় স্থানীয় একটি হিমাঘরে তার লাশ সংরক্ষিত রয়েছে’।

নিহত নাজমুন্নাহারের দেশের বাড়ি বাংলাদেশের গাজিপুরে। তিনি দীর্ঘদিন যাবৎ পরিবার নিয়ে ইতালিতে বসবাস করে আসছিলেন।

উল্লেখ্য, সরকারি ব্যবস্থাপনায় ২০০৪ সালে বাংলাদেশ থেকে ১৮ জন নার্স এসেছিল ইতালিতে। নাজমুন্নাহার তাদের মধ্যে একজন।

ইত্তেফাক/কেকে