শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাগেরহাটে করোনায় একজনের মৃত্যু

আপডেট : ২৮ জুন ২০২০, ২০:৪২

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে আট্টাকী গ্রামে হেমায়েত উদ্দিন (৬০) ওই ব্যক্তি মারা যান। আক্রান্ত শনাক্ত হওয়ার পর এক সপ্তাহ ধরে তিনি নিজ বাড়িতে চিকিৎসা। বিকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে ফকিরহাট হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সন্ধ্যায় করোনা স্বাস্থ্যবিধি মেনে উপজেলা প্রশাসন তার দাফন সম্পন্ন করেছে।

এদিকে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ফকিরহাট উপজেলায় ১২ জন, মোংলায় ৫ জন,  সদর উপজেলায় ৩ জন ও মোরেলগঞ্জ উপজেলায় একজন রয়েছেন।

আরও পড়ুন: করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মীকে বাড়ি ছাড়তে মালিক ও ভাড়াটে পুলিশের হুমকি

এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮৭ জনে। এর মধ্যে ৬৬ জন সুস্থ ও ৪ জনের মৃত্যু হয়েছে। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন। নতুন আক্রান্ত ২১ জনের সবাইকে প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশন নিশ্চিত করছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হচ্ছে।

ইত্তেফাক/এসি