শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাজশাহীতে করোনা উপসর্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ দুইজনের মৃত্যু

আপডেট : ০২ জুলাই ২০২০, ১৯:৩৩

করোনার উপসর্গে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকসহ দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের এমেরিটাস অধ্যাপক ড. ফকরুল ইসলাম (৮৬) মৃত্যুবরণ করেন। তিনি নগরীর কাজীহাটা এলাকায় বসবাস করতেন। এরআগে করোনার উপসর্গে বুধবার দিবাগত রাত ১১টায় চারঘাট উপজেলার রামপদ (৬০) এর মৃত্যু হয়। তার বাবার নাম মৃত রাসুপদ। 

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনা উপসর্গ নিয়ে ড. ফকরুল ইসলাম বৃহস্পতিবার দুপুর একটায় হাসপাতালে ভর্তি হন। ভর্তির আধাঘণ্টা পরই তিনি মৃত্যুবরণ করেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। অন্যদিকে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার বিকেলে রামপদ হাসপাতালে ভর্তি হন। করোনার উপসর্গ থাকায় তাকে হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। তারও নমুনা সংগ্রহ করা হয়েছে।

ইত্তেফাকা/এসি