বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বরিশাল বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ৩ হাজার ছাড়াল, মৃত্যু ৬৬

আপডেট : ০৪ জুলাই ২০২০, ০২:২৯

বরিশাল বিভাগের ছয় জেলায় এখন পর্যন্ত ৩ হাজার ৫৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ১ হাজার ৪৬ জন। এছাড়া করোনা শনাক্ত হয়ে মারা গেছেন ৬৬ জন রোগী।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ৪৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ বিভাগে নতুন করে ৮৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদিকে বিভাগে করোনা পজিটিভ হয়ে মৃত্যুর সংখ্যা ৬৬ জনে গিয়ে দাঁড়িয়েছে।

এছাড়া শুধু বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিত্সাধীন অবস্থায় মোট ১০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ হয়ে ৩৭ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলা ও মহানগরীতে ১ হাজার ৬০১ জন, পটুয়াখালীতে ৪৩৭, বরগুনায় ২৬১, পিরোজপুরে ২১৬, ঝালকাঠিতে ২৩৩ ও ভোলায় ৩০৮ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

ইত্তেফাক/কেকে