শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনার কাছে হেরে গেলেন ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ

আপডেট : ০৭ জুলাই ২০২০, ২৩:১৮

ফেনীর সিভিল সার্জন ডা. মো. সাজ্জাদ হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি.....রাজিউন)। মঙ্গলবার বিকেল ৫টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) ফেনী জেলা সভাপতি ডা. শাহেদুল ইসলাম কাওসার এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনা আক্রান্ত হওয়ার শুরুতে ডা. মো. সাজ্জাদ হোসেন ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মধ্যম লেমুয়া গ্রামের নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় গত ১৪ জুন ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে তাকে রাজধানীতে রেফার করা হয়। অবস্থা আরও খারাপ হলে ১ জুলাই তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। সেখানে সাতদিন চিকিৎসাধীন থেকে তিনি মৃত্যুবরণ করেন। 

উল্লেখ্য, গত ১২ জন ডা. সাজ্জাদের শরীরের করোনা শনাক্ত হয়।

ইত্তেফাক/এসি