বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শায়েস্তাগঞ্জের ইউএনও করোনা ভাইরাসে আক্রান্ত

আপডেট : ০৯ জুলাই ২০২০, ১১:৩০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার রাতে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জল এ তথ্য জানান। সম্প্রতি তিনি করোনা ভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। ঢাকার ন্যাশনাল ইনস্ট্রিটিউড অব ল্যাবটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার থেকে আসা রিপোর্টে উপজেলা নিবার্হী অফিসার সুমী আক্তার করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হন।

 

এছাড়াও জেলায় নতুন করে আরও ২৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ইউএনও সুমী আক্তার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার পর থেকে তিনি নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

 

হবিগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের হিসাবে গত ১১ এপ্রিল থেকে এ পর্যন্ত হবিগঞ্জে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৬২ জন। আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদর (শায়েস্তাগঞ্জসহ) ৩৩৭, চুনারুঘাট ১৫৬, মাধবপুর ১২৬, নবীগঞ্জ ৮৭, বাহুবল ৬০, লাখাই ৩৫, বানিয়াচং ৩৬ ও আজমিরীগঞ্জ উপজেলায় ২৫ জন।  এদের মধ্যে মারা গেছেন ৬ জন এবং সুস্থ হয়েছেন ৩৩৫ জন।

 

ইত্তেফাক/এএম