শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মঠবাড়িয়ায় করোনা উপসর্গে স্কুল শিক্ষিকার মৃত্যু

আপডেট : ০৯ জুলাই ২০২০, ১৯:৩৫

মঠবাড়িয়া করোনা উপসর্গে মনিরা বেগম (৪০) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। 

মনিরা বেগম ১১১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলাম জানান, গত পাঁচদিন দিন আগে ওই স্কুল শিক্ষিকা হালকা জ্বর ও সর্দি-কাঁশিতে আক্রান্ত হন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে জরুরি বিভাগে চিকিৎসা চলাকালীন সময়ে তার মৃত্যু ঘটে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলী হাসান জানান, মঠবাড়িয়া এ যাবত ১০৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। তবে এদের মধ্যে ৫১ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। বাকি ৫৭ জন হোম আইসোলেশনে ও একজন হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। উপজেলায় এ করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। 

ইত্তেফাক/এসি