বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কুমিল্লায় করোনায় নতুন করে আক্রান্ত ৮৬, মৃত্যু ২

আপডেট : ১০ জুলাই ২০২০, ২২:০২

শুক্রবার কুমিল্লা জেলায় নতুন করে ৮৬ জনের  করোনা শনাক্ত হয়েছে। এদিন দুইজন মারা গেছেন। এ পর্যন্ত জেলায় ২১ হাজার ২৯৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ফল এসেছে ২০ হাজার ৯০৯টি নমুনার। জেলায় সর্বমোট করোনা শনাক্ত হয়েছে চার হাজার ৩১০ জনের। বিকালে কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, শুক্রবার নতুন করে করোনা আক্রান্তরা হলেন- কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ৩১ জন, চৌদ্দগ্রামের ১১ জন, লাকসামের ১০ জন, নাঙ্গলকোট ও ব্রাহ্মণপাড়ার ছয়জন, বরুড়ায় আটজন, লালমাইতে ছয়জন, আদর্শ সদরে পাঁচজন ও হোমনায় তিনজন। 

কুমিল্লায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন দুই হাজার ২১৭ জন। এদিন চৌদ্দগ্রাম ও আদর্শ সদরে দুইজনসহ মোট মারা গেছেন ১২১ জন।

ইত্তেফাক/কেকে